Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২৩

বাংলাদেশ চা বোর্ডের ৮৯তম বোর্ড সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-03-20

প্রেস বিজ্ঞপ্তি

চা বোর্ডের ৮৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম; ২০.০৩.২০২৩ খ্রি.: বাংলাদেশ চা বোর্ডের ৮৯তম বোর্ড সভা আজ সোমবার (২০.০৩.২০২৩খ্রি.) সকাল ১০.০০ টায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রনাধীণ টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট এন্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এছাড়া বোর্ডের সদস্যবৃন্দ দেশের চা শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা এবং এ শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যত করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ চা বোর্ডের সচিব মোছা: সুমনী আক্তার-এর সঞ্চালনায় বোর্ড সভায় বোর্ডের সদস্য ড. মো: আমিনুর রহমান, এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; জনাব মো: সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর; জনাব মো: খলিলুর রহমান, যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়; জনাব জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট; জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, সদস্য (অর্থ ও বাণিজ্য), জনাব তরফদার সোহেল রহমান, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়; প্রধান বন সংরক্ষকের প্রতিনিধি সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: তৌফিকুল ইসলাম; বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব এম শাহ আলম; টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব শাহ মঈনুদ্দিন হাসান; বাংলাদেশ টি এসোসিয়েশনের সদস্য জনাব কামরান টি রহমান এবং ন্যাশনাল ব্রোকার্স এর চেয়ারম্যান জনাব এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।